Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খাবার হোটেল থেকে বিএনপির ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৫:০৮ PM
আপডেট: ১২ নভেম্বর ২০২২, ০৫:০৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


রাজধানী মহাখালীর একটি খাবার হোটেল থেকে ঢাকা সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরসহ বিএনপির ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল কালাম আজাদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি বনানী থানা বিএনপির সাবেক সভাপতি।

কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, পুলিশকে মারধরে অভিযোগ আগে মামলা রয়েছে। গত মাসের কয়েকটি মামলায় তাদের গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারদের মধ্যে বনানী থানা যুবদলের সভাপতিও রয়েছে। এছাড়া তাদের মধ্যে পদধারী ১৭ জনকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আনার অনুমতি চাওয়া হবে।

তিনি বলেন, প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা এই মামলায় তাদের খুঁজছিলাম। এসব পলাতক আসামি একটি ফুড কোর্টে একত্রিত হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র করছিল।

Bootstrap Image Preview