Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিম্নমানের বিয়ের চেয়ে একা থাকাই ভালো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০২:২৭ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০২২, ০২:২৭ PM

bdmorning Image Preview


চীনে বিয়ে সংস্কৃতি নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন এক নারী।

মেইনল্যান্ড চায়নায় তরুণ-তরুণীদের কম বয়সে বিয়ে করার জন্য বল প্রয়োগ করা হয় এবং এই বল প্রয়োগই সেখানকার সাংস্কৃতিক রীতি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে নিজের মতামত শেয়ার করেছেন ৩৬ বছর বয়সী এক চীনা নারী।

স্টার ভিডিওর বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী বলেছেন, তিনি একা বাস করছেন এবং বিয়ে করতে চান না। কারণ, নিম্নমানের বিয়েতে নিজেকে জড়ানোর চেয়ে একা থাকাই উত্তম।

ওই নারী আরও বলেন, শুধু বিয়ের জন্যই যদি ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া হয় তাহলে সুখী হওয়া সম্ভব নয়।

তিনি বলেন, বিয়েকে তিনি স্থায়ী আশ্রয়স্থল হিসেবে বিশ্বাস করেন না। বরং তিনি স্বাধীন জীবনযাপন করতে পছন্দ করেন।

ভিডিওতে ওই নারী আরও বলেন, বিবাহিত বা অবিবাহিত প্রত্যেকেই বিয়ে নিয়ে পরিতাপ করেন।

Bootstrap Image Preview