শেরপুর জেলা সদর হাসপাতালের ছয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে এক রোগী আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রোগী হলেন নেত্রকোণা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে মধু চক্রবর্তী। পেশায় ধান-চাল ব্যবসায়ী হলেও গত এক বছর ধরে বেকার ছিলেন তিনি।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) খায়রুল কবীর সুমন জানান, মধু চক্রবর্তী বৃহস্পতিবার শ্বাস কষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালের ভর্তি হন। রাতে স্ত্রী পপি ভৌমিকের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনার পরপরই বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।