Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফাতেমা ক্লিনিকে দাঁতের অস্ত্রোপচারে শ্বাসনালি কেটে যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ১১:০৭ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০২২, ১১:০৭ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দাঁতের অস্ত্রোপচার করাতে গিয়ে শ্বাসনালি কেটে রুবেল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকের দন্ত চিকিৎসক ডা. আব্দুল হান্নান রোগীর দাঁতে অস্ত্রোপচারের সময় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুপুরে দাফনের সময় বিষয়টি জানাজানি হয়। নিহতের বাবা রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ছেলের দাঁতের চিকিৎসার জন্য ফাতেমা ক্লিনিকে যান।

ডা. আব্দুল হান্নান দাঁতের অস্ত্রোপচার করার সময় রুবেলের শ্বাসনালি কেটে যায়। পরে চিকিৎসক রোগীকে কুষ্টিয়া মেডিক্যালে নেওয়ার পরামর্শ দেন। রাতেই কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আরো জানান, তাঁদের কোনো অভিযোগ না থাকায় গতকাল দুপুরে প্রশাসনের অনুমতি নিয়ে তাঁরা লাশ দাফন করেছেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চাওয়ায় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অনুমতি দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview