Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গোপসাগরে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল রাজধানী ঢাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২, ১০:২১ AM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২, ১০:২১ AM

bdmorning Image Preview


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। আজ সোমবার সকাল ৯টা ২ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে, ভারতের কাছাকাছি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।’

ভূমিকম্পের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব ছিল ৫২৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল বলেও জানান এই আবহাওয়াবিদ। 

সামাজিক যোগযোগ মাধ্যমে চট্টগ্রাম ও রাজধানী ঢাকার বাসিন্দারা ভূমিকম্প টের পেয়েছেন বলে সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) ওয়েবসাইট থেকে জানা গেছে, ‘রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। বঙ্গোপসাগর থেকে ভূমিকম্পনের উৎপত্তি হয়। গভীরতা ছিল ১০ কিলোমিটার। বাংলাদেশ সময় সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডের সময় এই কম্পন অনুভূত হয়।’

এই কম্পনে দেশের কোথাও থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Bootstrap Image Preview