Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সবুজবাগ এলাকায় দুটি মোটরসাইকেলে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০৪:১২ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০২২, ০৪:১২ PM

bdmorning Image Preview


রাজধানীর সবুজবাগ থানা এলাকায় দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বেলা আড়াইটার দিকে ফুটওভার ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সবুজবাগ এলাকার ফুটওভার ব্রিজের নিচে দুটি মোটরসাইকেলে আগুন দেয় দৃর্বুত্তরা। তারা হেলমেট পরিহিত ছিল, এজন্য তাদেরকে চেনা যায়নি। মূলত পাশের গলি থেকে এসে আগুন লাগিয়ে চলে যায়। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভায়। এতে দুটি মোটরসাইকেলই পুড়ে গেছে। তবে মোটরসাইকেলের মালিক কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সবুজবাগ থানার ডিউটি অফিসার বলেন, ‘দুটি মোটরসাইকেলে আগুনের ঘটনা ঘটেছে। আমাদের ওসি স্যার ঘটনাস্থলে গেছেন। এখনো বিস্তারিত জানা যায়নি।’

এদিকে গোলাপবাগ মাঠে শনিবার সকাল ১১টা থেকে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ চলছে। সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছে। সমাবেশ ঘিরে নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, আনসারের প্রায় ৩০ হাজার সদস্য মাঠে রয়েছে। এর মধ্যে দুটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটল।

Bootstrap Image Preview