Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার বায়তুল মোকাররম স্বর্ণের মার্কেটে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ০৩:১৯ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০২৩, ০৩:১৯ PM

bdmorning Image Preview


রাজধানীর বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর মিডিয়া সেলের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার। 

শাহজাহান শিকদার বলেন, ‘বিদ্যুতের লাইন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ৷ দুপুর দুইটা ৫৩ মিনিটে খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওনা দিয়েছে।’

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না তা জানা যায়নি।

এর আগে এদিনই ঢাকার উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লাগে। সকাল ১০টা ২৫ মিনিটে ওই আগুন ধরার খবর পাওয়াার পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপুরে আগুন লাগার খবর এসেছে নারায়ণগঞ্জের একটি কারাখানাতেও। ওই আগুনও নিয়ন্ত্রণে এসেছে।

গত কদিন ধরেই রাজধানীর কয়েকটি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বড় আগুন ছিল বঙ্গবাজার ও নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের আগুন।

ওই দুই আগুনই লেগেছে বেশ সকালে। এসব আগুনে কোনো প্রাণহানির খবর না মিললেও আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।

মার্কেটের আগুন নিয়ে সরকারি দল ও বিরোধীদের পক্ষে একে অপরকে দোষারোপ করা হচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে বা কারা এর জন্য দায়ী তা নিয়ে কর্তৃপক্ষ এখনও তদন্ত করছে।

Bootstrap Image Preview