Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাতাল হয়ে গাড়ি চালিয়ে আটক অভিনেতা

বিডিমর্নিং : বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৯ PM আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কেবল মাতাল হয়ে গাড়ি চালানোই ছিলো না অভিযোগ। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধাক্কা দিয়েছেন একটি অটোরিকশাকে, তাতে আহতও হয়েছেন অটোরিকশার দুইজন যাত্রী। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন ‘ইশক’, ‘বাজিগর’, ‘রাজা’ অভিনীত ভারতীয় অভিনেতা দালিপ তাহিল।

গত সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে মুম্বাইয়ের খার নামক স্থানে ঘটনাটি ঘটে।

জানা যায়, রবিবার রাত ৯টার জেনিথ গান্ধি (২১) নামের এক তরুণী তার বন্ধু গৌরব চুহকে (২২) সঙ্গে নিয়ে অটোরিকশাতে করে বাসায় ফিরছিলেন। একসময় একটি গাড়ি অটোরিকশার পেছন থেকে জোরে ধাক্কা দেয়। ঘটনার পর গৌরব গাড়িতে দালিপ তাহিলকে দেখতে পায়। তখন গাড়ির নাম্বারটি লিখে রাখেন তারা। ওইসময় অভিনেতা তাহিল তাদের সঙ্গে তর্ক শুরু করেন এবং উত্তেজিত হয়ে তাদের ধাক্কা দেন। সঙ্গে সঙ্গে গৌরব পুলিশে খবর দেয়। এরপর পুলিশ দালিপকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পর আহত দুই যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর পুলিশ অভিনেতার বিরুদ্ধে ইন্ডিয়ান প্যানেল কোড অনুযায়ী অভিযোগ লিপিবদ্ধ করেন।

খার থানার সিনিয়র পুলিশ পরিদর্শক সঞ্জয় মোর বলেন, তখন তাকে নেশাগ্রস্ত দেখাচ্ছিল। কিন্তু অ্যালকোহল পরীক্ষার জন্য তাহিল আমাদের তার রক্ত দিতে অস্বীকৃতি জানান। পরে অবশ্য তাকে জামিন দেওয়া হয়।

Bootstrap Image Preview