Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শীঘ্রই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন মোস্তফা সারোয়ার ফারুকী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১১:২৩ AM আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১১:৩০ AM

bdmorning Image Preview


বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী সমসাময়িক অনেক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লিখেন। এবার তিনি লিখেছেন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে।

তিনি স্ট্যাটাসে লিখেন, দেশজুড়ে যে কেবল শীতের হাওয়া বইতে শুরু করেছে তা না, ভোটের হাওয়াও বইতে শুরু করেছে। জোট-মহাজোট হচ্ছে! জোটগুলোর থিংকট্যাংকরা ইশতেহার রচনা করতে শুরু করেছে নিশ্চয়ই।

আমার জোটও নাই, মহাজোটও নাই। কিন্তু ইশতেহার একটা আছে। শীঘ্রই ঘোষণা করবো সেই ইশতেহার।

আমি মনে করি, প্রতিটা নাগরিক যার যার ব্যক্তিগত ইশতেহার ঘোষণা করতে পারেন তার তার ফেসবুকে। কেমন রাষ্ট্র চাই, কেমন রাজনীতি চাই, এইসব কথা আমাদের জোরেসোরে বলা উচিত যাতে করে রাজনৈতিক জোটগুলা আমাদের আকাঙ্খাকে গুরুত্ব দেন, তাদের কর্মপরিকল্পনায় সেগুলাকে ঠাঁই দেন।

আপনি এই দলকে ভোট দেন বা ঐ দলকে দেন, এই দল জিতুক বা ঐ দল জিতুক, আপনার চাহিদাপত্র পেশ করার এই সুযোগ।

মনে রাখবেন, নির্বাচন কথার কথা নহে। নির্বাচন রাষ্ট্রের চরিত্র বিন্যাসের বিরল সুযোগ।

Bootstrap Image Preview