Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দীপবীরের বিয়ের খাবার দ্বিতীয়বার কোথাও রান্না হবে না!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৩:০৮ PM আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা রণবীর সিং ও দীপিকা পাডুকোন। আগামী ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিয়ের সকল প্রস্তুতি শুরু করেছেন দীপবীর।

এরইমধ্যে নিমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরি করে ফেলেছেন এই জুটি। অতিথি আপ্যায়নেও থাকবে বিশেষ চমক। রণবীর ও দীপিকা আমন্ত্রিত অতিথিদের খাবার রান্নার জন্য পৃথিবীর সেরা শেফদের বেছে নিয়েছেন। এই শেফরা তাদের নিজেদের বিশেষ একটি খাবার বিয়েতে রান্না করবেন। শুধু তাই নয়, এই বিশেষ খাবারগুলো শুধু এই বিয়েতেই রান্না হবে, দ্বিতীয়বার কোনো স্থানে আর তা রান্না হবে না। এ ব্যাপারে শেফদের সঙ্গে চুক্তিও করেছেন দীপবীর।

এখানেই শেষ নয়, বিয়েতে থাকবে বিশ্বের সব নামি-দামি ব্র্যান্ডের বাসন। তাই বলা-ই যায়, রণবীর-দীপিকার বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের জন্য অপেক্ষা করছে বড় চমক। দুই রীতিতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এ সময় দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা উপস্থিত থাকবেন। বিয়ের ছবি যেন ফাঁস না হয় এজন্য অতিথিদের মোবাইল ফোন সঙ্গে না নিতে অনুরোধ করা হয়েছে।

Bootstrap Image Preview