Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চোখ ধাঁধানো ২.০ এর ট্রেলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:৪১ PM আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:৪১ PM

bdmorning Image Preview


সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত বনাম বলিউডের মিস্টার খিলাড়ি অক্ষয় কুমারের ‘২.০’ এর ট্রেলার। গণেশ চতুর্থীতে টিজার বেরোনোর পর মেগা বাজেটের এ সায়েন্স ফিকশন ছবিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

এই ছবির নির্মাতা জানিয়েছিলেন, ভিজ্যুয়াল ইফেক্টের কারণে সবমিলিয়ে এ সায়েন্স ফিকশন ছবিটির পেছনে ব্যয় হবে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার, যা টাকায় প্রায় ৬০০ কোটিরও বেশি। ‘২.০’ ভারতের প্রথম ছবি, যেটি সম্পূর্ণ থ্রিডিতে শুটিং করা হয়েছে।

দুই মিনিটের বেশি দীর্ঘ এই ট্রেলার ভিএফএক্সে ভরপুর, যা দেখে দর্শক পর্দা থেকে সহজে চোখ ফেরাতে পারবেন না। প্রযুক্তি, যা আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ, তা যদি আমাদের শত্রু হয়ে বিরুদ্ধাচরণ করতে শুরু করে, তাহলে কী হতে পারে? শহরের বাসিন্দারা হতবাক হয়ে যায়, যখন তারা দেখে তাদের ফোনগুলো আচমকা উধাও হয়ে গেছে।

রজনীকান্ত ডক্টর ভাসিগরনের চরিত্রে অভিনয় করেছেন। তিনিও শহরে ঘটে চলা আজব কাণ্ডকীর্তি দেখে অবাক হয়ে যান। উড়ন্ত মুঠোফোনগুলো একত্রিত হয়ে একটা বড় পাখির রূপ নেয়, যা সারা শহরের মানুষকে ভীত করে।

অন্যদিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তাঁর অভিনীত চরিত্রের নাম ডক্টর রিচার্ড। দর্শক অক্ষয় কুমারের মুখ থেকেই মুঠোফোন উধাও হয়ে যাওয়ার কারণ জানতে পারে। রিচার্ড বলে,‘সেলফোন রাখা সব মানুষই হত্যাকারী।’ এছাড়াও ছবির ট্রেলারে রোবটের চরিত্রে ব্রিটিশ অভিনেত্রী ও মডেল এমি জ্যাকসনকে দেখা গেছে।

রজনীকান্ত ও অক্ষয় কুমারের ‘২.০’ বিশ্বব্যাপী ২৫টি ভিএফএক্স স্টুডিওর ইফেক্ট, দুই হাজার ১৫০টি ভিএফএক্স শট, এক হাজার জন জটিল ভিএফএক্স শিল্পী, ১০ জন কনসেপ্ট শিল্পী, ২৫ জন থ্রিডি শিল্পী, ৫০০ জন কারিগর, তিন হাজার কুশলী এবং আরো অসংখ্য মানুষের নিরলস পরিশ্রমের ফসল। এশিয়ার সর্বাধিক বাজেটের ছবি এটি।

এর আগে অক্ষয় কুমার বলেছিলেন,‘ক্যারিয়ারে প্রথমবার এমন চরিত্রে অভিনয় করেছি। আর আমি কোনোদিন কাউকে এমন চরিত্রে অভিনয় করতেও দেখিনি। এমন একজন খলনায়কের চরিত্রে অভিনয় করা আমার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা।’

এ ছবি দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখলেন অক্ষয় কুমার। আগামী ২৯ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। তামিল ও হিন্দিসহ ১০টিরও বেশি ভাষায় ছবিটি ডাবিং করে মুক্তি দেওয়া হবে।

Bootstrap Image Preview