Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'বরিশাল-২' আসনে লড়বেন সোহেল রানা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৪:১২ PM আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৪:১২ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নেতাকর্মীদের পাশাপাশি অনেক তারকারা বিভিন্ন দল থেকে মনোনয়নপত্র কিনেছেন। তবে দল কাদেরকে প্রার্থী হিসেবে নির্বাচন করবে সেটি এখনো জানা যায়নি। প্রার্থীদের চূড়ান্ত তালিকা না পাওয়া গেলেও ইতিমধ্যে বেশ কিছু গুঞ্জন শুরু হয়েছে।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন দলের প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা। জানা যায়, এরইমধ্যে দলের হাই কমান্ড থেকে সবুজ সংকেত পেয়েছেন দেশ বরেণ্য এই অভিনেতা। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে চাচ্ছেন না বর্ষীয়ান এই অভিনেতা।

সোহেল রানার ছেলে মাশরুল পারভেজ বলেন, ‘এবারই বাবা অফিশিয়ালি নির্বাচন করতে চাচ্ছেন। দল থেকেও ইতিবাচক সংকেত রয়েছে। আমরা ক্যাম্পেইনের প্রস্তুতি নিচ্ছি। দল থেকে মনোনয়ন পেলে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিব। এজন্য আগামী ২৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

Bootstrap Image Preview