Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়েতে কোন পোশাক পরবেন না রাখি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৪ PM আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


চলতি মাসের শেষে বিয়ের পিঁড়িতে বসবেন বলিউডের আলোচিত আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। যার নামের আগে সবসময় আলোচিত শব্দটি যুক্ত তার বিয়ে নিয়ে আলোচনা হবে না, এমনটা হতেই পারে না। বিয়েকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন রাখি।

ইনস্টাগ্রামের একটি পোস্টে রাখি সাওয়ান্ত লিখেছেন, ‘আমরা নগ্নাবস্থায় বিয়ে করতে যাচ্ছি। বিয়েতে আমরা পোশাক না কিনে সেই টাকা দিয়ে সোমালিয়া ও কম্বোডিয়ার দরিদ্র লোকদের সাহায্য করতে চাই। আমাদের সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

রাখির মতো তার হবু বর দীপকও বিতর্কিত। বলিমহলে তিনিও বেশ সমালোচিত। কিছুদিন আগে রাখির এবং নিজের ভার্জিনিটি টেস্টের ছবি প্রকাশ করেন দীপক। সেই রিপোর্টে তাদের দু’জনকেই ভার্জিন বলা হয়েছে। এরপর থেকেই তাদের নিয়ে বলিপাড়ায় হাসাহাসি হচ্ছে।

বর্তমানে দীপকের সঙ্গে রাখির বিয়ের খবর শুনে অনেকেই ঠাট্টা করে বলছেন ভালোই মানাবে দু’জনকে। আগামী ৩১ ডিসেম্বর লস অ্যাঞ্জেলসে বিয়ের আসরে দীপক-রাখিকে সত্যিই জন্মদিনের পোশাকে দেখা যায় কি না, এখন সেটি দেখার অপেক্ষা।

Bootstrap Image Preview