Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এই ঈদেই বিয়ের পিঁড়িতে বসছেন সালমান-ক্যাটরিনা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৩:২৫ PM আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৩:২৫ PM

bdmorning Image Preview


আসন্ন ঈদেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড তারকা সালমান খান-ক্যাটরিনা কাইফ! সালমান-ক্যাটরিনা প্রেমের কথা এবং পরবর্তীতে তাদের ব্রেক আপের কথা অনেকেরই জানা। তবে সাম্প্রতিককালে ক্যাটরিনা যে ফের সালমানের কাছাকাছি এসেছেন, তাও কারোর জানতে বাকি নেই। আর তাই এই ঈদেই নাকি তারা বিয়েটাও সেরে ফেলছেন।

শুনতে নতুন লাগলেও খবরটা সত্যি। কিন্তু বিয়েটা হচ্ছে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। রিয়েল লাইফে হয়ত এ জীবনে আর বিয়ে করা হল না সালমানের। তিনি চির ব্যাচেলরই থেকে গেলেন। তবে আগামী ঈদে মুক্তি পাচ্ছে সালমান-ক্যাটরিনার ছবি ‘ভারত’। সেই ছবিতেই নাকি সালমান-ক্যাটরিনাকে সাত পাকে বাঁধা পড়তে দেখা যাবে। আর সম্প্রতি নাকি তারা দুজনে সেই বিয়ে সিকোয়েন্সের শ্যুটিংই করছেন।

‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমান-ক্যাটরিনার রসায়ন দর্শকদের মন কেড়েছিল। অনেকেই মনে করছেন সালমান-ক্যাটরিনার রসায়ন এই ছবিতে আরও একবার মুগ্ধ করবে। ‘ভারত’ ছবিতে সালমান ক্যাটরিনার দুটি গানের সিকোয়েন্সও রয়েছে বলে খবর। শোনা যাচ্ছে আজকাল অনেকেই নাকি সল্লু-ক্যাটের অন স্ক্রিন বিয়ের কথা শুনে বাস্তবে ক্যাটকে ‘ক্যাটরিনা ভাবি’ অর্থাৎ ক্যাটরিনা বৌদি বলে ডাকতে শুরু করেছেন।

‘বলিউড হাঙ্গামা’ সূত্রে খবর, সালমানের পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, ‘আমরা অনেকেই ক্যাটরিনা ভাবি বলেই ডাকতাম। ১০ বছর আগেই হয় ভাই ওকে (ক্যাটরিনা) বিয়ে করে ফেলতো। কিন্তু যে কোনও কারণে হোক না কেন ও (ক্যাট) এটা চায়নি। হয়তবা ওর (ক্যাটরিনা) ক্যারিয়ারের জন্যই। ভাই (সালমান) ছাড়া রণবীরের সঙ্গে ও সিরিয়াসভাবে সম্পর্ক জড়ায়, সে সম্পর্ক ভাঙতেই ও আবার সেই ভাইয়ের (সালমান) কাছেই ফিরে আসে। রণবীরের সঙ্গে সম্পর্কের সময়ও ও ভাইয়ের (সালমান) পরামর্শ নিয়েছে। তবে এখন আমার মনে হয় ও আর ভাই (ক্যাটরিনা-সালমান) আগের থেকেও বেশি কাছাকাছি এসেছে। সলমনের মা ও বোনেরাও ক্যাটকে পছন্দ করে। সালমানের মা চান ক্যাটরিনাকে সালমান বিয়ে করে নিন।’

সালমানের মায়ের ইচ্ছা পূরণ করতে বাস্তবে সালমান ক্যাটরিনাকে বিয়ে করেন কি না এখন সেটাই দেখার। সূত্র: জি নিউজ

Bootstrap Image Preview