Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০১:৩৬ PM আপডেট: ০১ মে ২০১৯, ০১:৩৬ PM

bdmorning Image Preview


দেশের খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। বর্তমানে আজগর আলী হাসপাতালের অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা।

গত শুক্রবার দিবাগত রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর ১টায় তার অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচার শেষে তাকে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়। তার অবস্থার অবনতি ঘটলে গত মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

এটিএম শামসুজ্জামানের ছোট ভাই শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালক সালেহ জামান সেলিম জানান, বেশ কয়েক বছর ধরে এটিএম শামসুজ্জামান নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তিনি অস্বস্তিবোধ করছিলেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সকালে এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেয়া হয়। এর পর তার মলত্যাগে জটিলতা দেখা দেয়। পরে তার অস্ত্রোপচার করা হয়।

Bootstrap Image Preview