Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মৌসুমীর মা হাসপাতালে ভর্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২০, ০৯:৫০ PM আপডেট: ০৪ মে ২০২০, ০৯:৫১ PM

bdmorning Image Preview


চিত্রনায়িকা মৌসুমীর মা হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টা হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মৌসুমি।

মৌসুমী বলেন, ‘বার্ধক্যজনিত কারণে আম্মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আল্লাহর রহমতে করোনার ভয় নেই। হঠাৎ করে আম্মা অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন, তিন-চার দিন না গেলে কিছু বলা যাচ্ছে না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের সবার ভিসা থাকা সত্ত্বেও যেতে পারছি না। কারণ বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব। আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন।’

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৩৩ জন বাংলাদেশি মারা গেলেন।

Bootstrap Image Preview