Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সস্ত্রীক করোনায় আক্রান্ত তৌসিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১১:৪১ AM আপডেট: ০২ ডিসেম্বর ২০২০, ১১:৪১ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ দিন দিন করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন ছোটপর্দার তারকা অভিনেতা তৌসিফ মাহবুব। শুধু তাই নয়, তার শ্বশুরবাড়ির সবাই এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

গত মঙ্গলবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ হাসপাতালের একটি ছবি পোস্ট করেন তৌসিফ মাহবুব। সেখানেই তিনি তাদের অসুস্থতার খবর জানান।

তৌসিফ ক্যাপশনে লেখেন, ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।’

জানা যায়, করোনায় আক্রান্ত পরিবারের বেশিরভাগ সদস্য বাসাতেই অবস্থান করছেন। তাদের মধ্যে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ।

Bootstrap Image Preview