Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ২ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নতুন অতিথিকে নিয়ে বাড়ি ফিরলেন সাইফ-কারিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১০:৫০ AM আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২১, ১০:৫০ AM

bdmorning Image Preview


বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা তাদের সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তাদের সঙ্গে ছিল বড় ছেলে তৈমুর।

স্বাভাবিকভাবেই হাসপাতালের বাইরে পাপারাৎজিদের ভিড় জমেছিল। গাড়ির কাচের ভিতর থেকে দৃশ্যমান সদ্যোজাত। গাড়ির পিছনের সিটে এক মহিলা তাকে আগলে বসে রয়েছেন। তবে তার পাশে কেউ আছেন কিনা, সেটা স্পষ্ট হয়নি। সাইফিনা দম্পতির পুত্রসন্তানের ছোট্ট মাথা ও দেহ দেখা গিয়েছে।

সামনের সিটে বসে রয়েছেন সাইফ। তার কোলে ৪ বছরের তৈমুর। চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে সে। অন্য একটি ছবিতে মা কারিনাকে দেখা যাচ্ছে। সেখানে মাস্ক ও সানগ্লাস পরে গাড়িতে উঠছেন অভিনেত্রী।

Bootstrap Image Preview