এবার ক্রিকেটে দেখা গেলো এক অদ্ভুদ ডেলিভারি।এই ধরনের নজিরবিহীন বোলিং অ্যাকশন ক্রিকেট বিশ্ব আগে কখনো দেখেছে বলে মনে হয় না।আর সেই কারনেই খেলায় দায়িত্বরত আম্পায়ার ডেড বল ডেকে বসলেন।
ঘটনাটি ঘটেছে কলকাতার অনূর্ধ্ব ২৩ ঘরোয়া টুর্নামেন্টে বাংলা দলের বিরুদ্ধে উত্তরপ্রদেশের ম্যাচে অভিনব ৩৬০ ডিগ্রি বোলিং করেছেন শিবা সিং৷ বাংলার ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে বাঁ-হাতি এই বোলারের এমন অভিনব ডেলিভারি শুধু ব্যাটসম্যানকেই নয়, অন ফিল্ড আম্পায়ারকেও ধন্দে ফেলে দেয়৷
রাউন্ড দ্য উইকেট বোলিং করার সময় পপিং ক্রিজের সামনে এসে ৩৬০ডিগ্রি ঘুরে তারপর বল করেন শিবা৷ সোজা কথায় একটি নির্দিষ্ট দন্ডের চারপাশে একপাক খাওয়ার কায়দায় ঘুরে নিয়ে তারপর বল রিলিজ করে শিবা৷ সত্যিই আশ্চর্য এই বোলিং অ্যাকশন৷
আম্পায়ার অবশ্য নজিরবিহীন বোলিং অ্যাকশন দেখে ডেড বল বলে ঘোষণা করেছেন৷ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তাড়া করছে৷
ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ......।।