Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওজিলকে দিয়ে ইস্কোকে নেওয়ার পরিকল্পনায় আর্সেনাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০২:৩১ PM আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০২:৩১ PM

bdmorning Image Preview


রিয়াল মাদ্রিদ থেকে তারকা ফুটবলার তথা জার্মানির বিশ্বকাপ জয়ী খেলোয়াড় মেসুত ওজিলকে ২০১৩ সালে দলে নেয় আর্সেনাল। তবে শোনা যাচ্ছে সেই ওজিলকেই তারা নাকি ছেড়ে দিতে চায় তারা। আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে দ্বিতীয় দলবদলের সময়সীমা। ওজিলকে ছাড়ার কারণ নতুন আর্সেনাল কোচ উনাই এমরির প্ল্যানে ঠিকমতো নেই তিনি। চলতি সপ্তাহের লিগ কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচেও দলে তিনি ছিলেন না।

দ্য ইন্ডিপেনডেন্টের রিপোর্ট অনুযায়ী, রিয়ালের হাতে ওজিলকে তুলে দিয়ে এবং সঙ্গে প্রচুর নগদ অর্থ দিয়ে ইস্কোকে নিতে ইচ্ছুক আর্সেনাল। চলতি মৌসুমে রিয়ালের নতুন কোচ সান্তিয়াগো স্কলেরির দলে নিয়মিত জায়গা পাচ্ছেন না স্প্যনিশ তারকা ইস্কোও। পুরো সময় খেলতে চান ইস্কো।

তবে ইস্কোর দর রাখা হয়েছে ১০ কোটি পাউন্ড। ফলে তাঁকে নিতে গেলে অনেকটাই নগদ দিতে হবে আর্সেনালকে। একই সঙ্গে ইস্কোকে নিজেদের টার্গেটে রেখেছে ম্যান সিটি, চেলসি, টটেনহ্যামের মতো ক্লাবগুলিও। শেষমেশ কী হয় তা তো সময়ই বলবে।

Bootstrap Image Preview