Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নতুন চুক্তিতে মাশরাফিদের মাসিক বেতন কত হল জানেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৬ PM আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৬ PM

bdmorning Image Preview


নতুন বছরে নতুন করে ক্রিকেটারদের সাথে কেন্দ্রীয় চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই চুক্তির তালিকায় আছেন ১৭ জন ক্রিকেটার যা গত বারের থেকে ৫ জন বেশি। 
তাহলে চলুন দেখে আসি কোন ক্যাটাগরিতে কোন খেলোয়াড়। আর তাদের মাসিক বেতন কত?

এ+ ক্যাটাগরিঃ
এই ক্যাটাগরিতে আছেন পাঁচ ক্রিকেটার তাঁরা হলেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ।
এই পাঁচ ক্রিকেটারের মাসিক বেতন ধরা হয়েছে চার লাখ টাকা। 

এ ক্যাটাগরিঃ
এই ক্যাটাগরিতে আছেন তিন জন ক্রিকেটার তাঁরা হলেন, 
ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
তাদের মাসিক বেতন ধরা হয়েছে তিন লাখ টাকা। 

বি ক্যাটাগরিঃ এই ক্যাটাগরিতে আছেন পাঁচ জন ক্রিকেটার তাঁরা হলেন, মমিনুল হক, লিটন কুমার, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

এই পাঁচ ক্রিকেটারের বেতন ধরা হয়েছে দুই লাখ টাকা করে।

রুকি ক্যাটাগরিঃ এই ক্যাটাগরিতে নতুন করে যুক্ত হয়েছেন পাঁচ ক্রিকেটার তাঁরা হলেন, 
আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, খালেদ আহমেদ।

তাদের মাসিক বেতন ধরা হয়েছে এক লাখ টাকা করে। 

Bootstrap Image Preview