Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৪২ রানে গুটিয়ে গেল মাশরাফিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১০ PM আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview


ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে দুই শক্তিশালী দল ঢাকা ডাইনামাইটস ও রংপুর রাইডার্স। 
প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪২ রান করেছে রংপুর রাইডার্স। জয়ের জন্য ঢাকার ১৪৩ রান দরকার। 

রংপুর রাইডার্সের সংক্ষিপ্ত স্কোরঃ
গেইল(১৫), নাদিফ(২৭), রুশো(০),হাওয়েল(৩), মাশরাফি(০), রেজা(২),শফিউল(০), বোপারা(৪৯),অপু(০)।  

রংপুর রাইডার্সঃ  মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), রভি বোপারা, রুশো, মিথুন, হাওয়েল, নাহিদুল, শফিউল, ফরহাদ রেজা, সোহাগ গাজী , মারুফ ও গেইল। 

ঢাকা ডাইনামাইটসঃ সাকিব আল হাসান(অধিনায়ক), নুরুল হাসান সোহান, শুভাগত , রনি, কাজী অনিক, মাহমুদউল হাসান, আন্দ্রে রাসেল, পোলার্ড, নারাইন, থারাঙ্গা।

Bootstrap Image Preview