Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৭ রানের জয়ে আফ্রিকা মিশন শেষ করল পাকস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২৬ AM আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০১ PM

bdmorning Image Preview


বুধবার রাতে শেষ টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতল পাকিস্তান। এর মধ্যে দিয়ে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতে নিলো আফ্রিকা। এর আগে টেস্ট সিরিজে ওয়াইটওয়াশ ও ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জয় পায় আফ্রিকা। 

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারীত ২০ ওভার শেষে তারা ৯ উইকেটে ১৬৮ রান করে। তবে দলের হয়ে কেউই বড় রানের ইনিংসে খেলতে পারেননি। মোহাম্মদ রিজাওয়ানের ব্যাট থেকে সর্বোচ্চ ২৬ রানের ইনিংসটি আসে। 

এছাড়া ওপেনার বাবর আজম ১১ বলে করেছেন ২৩ রান। আসিফ আলী ২৫, ইমাদ ওয়াসিম ১৯ ও শেষ দিকে শাদাব খান ৮ বলে অপরাজিত ২২ রান করেন।

প্রোটিয়াদের হয়ে বল হাতে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন হেনড্রিকস। এছাড়া ২৭ রানে মরিস ২টি আর একটি করে উইকেট নেন সিপামাল ও অ্যান্ডডিলি। 

পাকিস্তানের দেওয়া রানের জবাব দিতে নেমে ১৪ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার হেনড্রিকস ও মালান। তৃতীয় উইকেটে ব্রাট করতে নামা হেনিরিস ক্যালিসন মাত্র ২ রান করে প্যাভিলনে ফিরলে ৭.১ ওভারে ৩০ রানে তৃতীয় উইকেট হারায় আফ্রিকা। 

চতুর্থ উইকেটে নামা ডুসেন ও মিলার ৩৬ রানের জুটি গড়েন। দলীয় ৬৬ রানে ৯ বল থেকে ১৩ রান করে ফেরেন মিলার। এরপরই ডুসেন ৩৫ বলে ৪১ রান করে ফাহিম আশরাফের শিকার হলে পঞ্চম উইকেট হারায় আফ্রিকা। 

বাকিদের মধ্যে ক্রিস মরিস ২৯ বল থেকে ৫৫ রান নিয়ে অপরাজিত থাকলেও অন্য ব্যাটসম্যাসদের ব্যর্থতায় ম্যাচ হারে আফ্রিকা। ৯ উইকেটে ১৪১ রানে শেষ হয় তাদের ইনিংস। 

পাকিস্তানের হয়ে ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন শাদাব খান ও ফাহীম আশরাফ।

Bootstrap Image Preview