Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইংল্যান্ড বিশ্বকাপের ১০০ দিনের কাউন্টডাউন শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৩ PM আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


শুরু হয়ে গেল বিশ্বকাপের ১০০ দিনের কাউন্টডাউট। আজ থেকে ঠিক একশত দিনের মাথায় লন্ডনের ওভালে শুরু হবে ২০১৯ ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৩০ মে থেকে ১৪ জুলাই  ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বাদশ আসর। দীর্ঘ ৪৪ দিনের এই মহাযজ্ঞে ১১টি ভেন্যুতে হবে ৪৮ টি ম্যাচ।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আটটি দেশ স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাছাই পর্ব থেকে উন্নীত ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানসহ মোট দশটি দল অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। এই দশ দলকে নিয়ে লিগ পর্ব অনুষ্ঠিত হবে। 

১৯৯২ সালের পর ২০১৯ সালের বিশ্বকাপ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। এই নিয়ম অনুযায়ী প্রতিটি দল প্রত্যেক দলের মুখোমুখি হবে একবার করে। লিগ পর্ব শেষে দুটি সেমি-ফাইনাল এরপর ফাইনাল।

লন্ডনের ওভালে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি হবে লন্ডনের ওভালে।১৪ জুলাই ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের। সর্বশেষ ১৯৯৯ বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড।

মূল পর্ব শুরুর আগে দশ দলকে নিয়ে শুরু হবে প্রস্তুতি ম্যাচ। ২৪ মে থেকে চলবে ২৮ মে পর্যন্ত। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রস্তুতি পর্বে। 

Bootstrap Image Preview