Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, আগষ্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্রাচ ছাড়াই হাঁটতে পারছেন তাসকিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৭ PM আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৫৭ PM

bdmorning Image Preview


বিপিএলে সিলেট সিক্সারসের শেষ ম্যাচে তাসকিন চোট পেয়েছিলেন ১ ফেব্রুয়ারি। তাই প্রায় এক বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েও দলে ফেরা হয়নি তাসকিনের। তবে ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের শেষ দিকে খেলার মাঠে ফেরার আশাবাদ জানালেন তাসকিন আহম্মেদ।

ইনজুরিতে পড়ার পর তিন সপ্তাহ পেরিয়ে গেছে, ২৫ তারিখ থেকে স্ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারছেন। বারবার চোটের পরও ফিরে আসার তাগিদটা তিনি পাচ্ছেন ‘রোল মডেল’ মাশরাফি বিন মুর্তজার কাছে, “ঠিক হয়ে যাবে আশা করি। আমার যেই ‘রোল মডেল’- মাশরাফি ভাই- তিনি অনেক সংগ্রাম করেই কিংবদন্তি হয়েছেন। তো এটা মানতে হবে, পেসার হিসেবে চোট আসবে। যত দ্রুত ফেরা যায় ততই ভালো। মানসিকভাবে দৃঢ় থাকলে কম সময়েও ফেরা যায়। ইনশাআল্লাহ আমি পারব।”

 

তাসকিন বলেন, ‘নিজের কাছেও ভালো লাগছে। এখন আস্তে আস্তে ক্র্যাচ ছাড়া নরমালি দুই পায়ে দাঁড়াতে পারছি, হাটতে পারছি। এখন পর্যন্ত পজেটিভ সবকিছু। ভালোর দিকে যাচ্ছে এখন।’

‘আমি বিপিএলের বোলিং ভিডিও গুলোও দেখি, একটু মন খারাপ হলে যখন মনে হয় যে খেলতে পারছি না, যখন মনে হয় যে নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারলাম না। তবে ঠিক আছে এটা পার্ট অফ লাইফ। সামনে যেহেতু আমার স্বপ্ন আসছে। সেটার জন্য যা যা করনীয় সেটাই করার চেষ্টা করব।’

৮ মার্চ থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। প্লেয়ারস ড্রাফটে অবশ্য চোটের কারণে কোনও দল নেয়নি তাকে, সেখানে বলা আছে তাকে পাওয়া যাবে ১ এপ্রিলের পর থেকে। প্লেয়ারস ড্রাফটে বি প্লাস ক্যাটাগরিতে ছিলেন তিনি। 

Bootstrap Image Preview