Bootstrap Image Preview
ঢাকা, ২৪ রবিবার, আগষ্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরাটদের মাথায় সেনাবাহিনীর টুপি দেখে চটেছে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৩:১১ PM আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৩:১১ PM

bdmorning Image Preview


কাশ্মীরে জঙ্গি হামলায় ৪০জন সৈনিকের সম্মান জানাতে ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে সেনাবাহিনীর টুপি পরে খেলতে নেমেছিলো বিরাট কোহলিরা।

কিন্তু সেনাবাহিনীর টুপি পরে খেলা ভালোভাবে নেয়নি পাকিস্তান। বেজাই চটেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

এই প্রসঙ্গে তিনি বলেছেন,'সারা বিশ্ব দেখেছে, ভারতীয় ক্রিকেট দল নিজেদের টুপির বদলে সেনাবাহিনীর টুপি পরেছে। আইসিসি কি এটা দেখেনি? আমাদের মনে হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিষয়টি উত্থাপন করার আগে এটা দেখা আইসিসির দায়িত্ব।'

এছাড়া পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, 'এটা ক্রিকেট নয়। ভারতীয় দলকে যদি না থামানো হয়, তাহলে কাশ্মীরে নৃশংসতার প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট দলেরও কালো আর্মব্যান্ড পরা উচিত।'

উল্লেখ্য,পুরো ভাবনাটাই ছিল ধোনির মস্তিষ্কপ্রসূত৷ রাঁচিতে ম্যাচ শুরুর আগে দলের সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের হাতে বোর্ডের লেগো লাগানো ফৌজি টুপি তুলে দেন দেশের প্রাক্তন অধিনায়ক ধোনি৷ সতীর্থদের হাতে ক্যামোফ্লেজ ক্যাপ তুলে দেওয়ার সময় ভারতীয় ক্রিকেটাররা সেনা জওয়ানদের ঢংয়ে স্যালুট করেন ধোনিকে৷ সেই সঙ্গে শহিদ পরিবারদের আর্থিক সাহায্যের জন্য ম্যাচ খেলে পাওয়া অর্থ প্রতিরক্ষা তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা৷ 

Bootstrap Image Preview