Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজস্থান-পাঞ্জাব ম্যাচের স্টেডিয়ামে ঝুলছে তালা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৪:০৫ PM আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৪:০৫ PM

bdmorning Image Preview


দ্বাদশ আইপিএলের তৃতীয় দিনে আজ মাঠে নামছে রাজস্থান রয়েল ও কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়াম। তবে ম্যাচের গেল শনিবার রাজস্থান দল এই স্টেডিয়ামে অনুশীলন করতে গিয়ে  বিপাকে দলের ক্রিকেটাররা। গেটে তালা দেখে অনুশীলন না করে ফিরে আসতে হয়।

আজিঙ্কা রাহানে, স্টিভ স্মিথরা অনুশীলন করতে গিয়ে প্রায় আধা ঘন্টা গেটের বাইরে দাঁড়িয়ে থাকার পরেও খুলেনি স্টেডিয়ামের গেট। শেষ পর্যন্ত অনুশীলন না করেই তাদের ফিরে যেতে হয়।

জানা যায় রাজস্থান স্পোর্টস কাউন্সিল ও রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যকার আন্তঃকোন্দল এর কারন।সেসময় রাজস্থান রয়্যালসের এক সিনিয়র কর্তা আইএনএসকে জানিয়েছেন, এখনও কিছু সমাধান হয়নি তবে আধঘণ্টার মধ্যে বিষয়টির মীমাংসা হয়ে যাবে।

সবকিছু মিলিয়ে ম্যাচের আগের দিনও দুপক্ষের সমঝোতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ম্যাচের আগে আজ দুই দলই স্টেডিয়ামে অনুশীলন করেছে। তাই আজ যথাসময়েই মাঠে গড়াচ্ছে ম্যাচটি। সবকিছু ঠিক থাকলে রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দু'দল।

Bootstrap Image Preview