Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, আগষ্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফাইনাল ম্যাচের টিকিট আটকে রেখেছে ভারতীয় সমর্থকরা ! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০৩:০৮ PM আপডেট: ১৩ জুলাই ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview


ভারতীয় সমর্থকরা ধরেই নিয়েছিলো তারা বিশ্বকাপের ফাইনাল খেলবে। আর সেই জন্যই আগাম ফাইনাল ম্যাচের টিকিট কিনে রেখেছিলো। কিন্তু বিরাটদের ফাইনাল খেলার সেই স্বপ্ন ভেঙে দিয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে ফাইনালে কিউইদের বিপক্ষে জায়গা করে নেয় স্বাগতিক ইংল্যান্ড। 

তাই ফাইনাল মযাচের আগে ভারতীয় সমর্থদের কাছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশাম অনুরোধ জানিয়েছেন তারা যেন টিকিটগুলো বিক্রি করে দেয়।

আজ শনিবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নিশাম লিখেন, ‘প্রিয় ভারতীয় সমর্থকরা, আপনারা যদি ফাইনাল খেলা দেখতে না চান, তবে দয়া করে অফিসিয়ালদের কাছে টিকিটগুলো বিক্রি করে দিন। আমি জানি এতে অতিরিক্ত মুনাফার প্রলোভন থাকে। তবে আসল খেলা প্রেমীদের ম্যাচটি দেখার সুযোগ করে দিন।’

উল্লেখ্য,আগামী ১৪ জুলাই ঐতিহাসিক লর্ডসে ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

Bootstrap Image Preview