Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টস জয় দিয়ে বিপিএল মিশন শুরু মাহমুদউল্লার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০১:১৭ PM আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসরে শনিবার (১৪ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।

ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে খেলেননি মাহমুদউল্লাহ। একাদশে ফিরেই টস জিতলেন তিনি।  

আসরে ইতোমধ্যেই দুটি ম্যাচ খেলেছে চট্টগ্রাম। প্রথমটি জিতলেও দ্বিতীয়টি হেরেছে তারা। রংপুর রেঞ্জার্স অবশ্য একটি ম্যাচ খেলেছে। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ১০৫ রানে হেরেছে তারা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক) , ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), আভিস্কা ফারনান্দো (শ্রীলঙ্কা), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), মুসা খান (পাকিস্তান) ও লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।

রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ মোহাম্মদ নবি (অধিনায়ক, আফগানিস্তান), মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, রিশাদ হোসেন, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস গ্রেগরি (ইংল্যান্ড) ,ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান) ও জুনায়েদ খান (পাকিস্তান)। 

Bootstrap Image Preview