Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অভিষেকে সেঞ্চুরি করে পাক ওপেনারের রেকর্ড 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:১০ PM আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview


পাকিস্তান হয়ে ৪টি ওয়ান ডে ম্যাচ খেললেও রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ৩২ বছর বয়সি আবিদ আলির। দেরিতে হলেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন আবির্ভাব। 

নির্বাচকদের আস্থার যথাযথ মর্যাদা দিয়ে অভিষেক টেস্টেই দুরন্ত শতরান নবাগত পাক ওপেনার। শুধু তাই নয়, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি করে বিরল নজির গড়লেন আবিদ৷

দীর্ঘ এক দশক পর পাকিস্তানের মাটিতে ফিরেছে টেস্ট ক্রিকেট। সে দিক থেকে দেশের মাটিতে কামব্যাক টেস্টে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করার মূহূর্তটাকে শতরান দিয়ে স্মরণীয় করে রাখলেন আবিদ। 

বৃষ্টিতে ম্যাচের প্রায় তিন দিনের খেলা নষ্ট হওয়ায় ফলাফল নির্ধারণ সম্ভব ছিল না। তবে ড্র ম্যাচে পাকিস্তানের বাড়তি পাওনা আবিদের দুরন্ত ব্যাটিং। শেষ পর্যন্ত ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি৷ এর আগে মার্চে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকে ১১২ রানের ইনিংস খেলেছিলেন আবিদ৷ তিনিই প্রথম ক্রিকেটার, যিনি দুই ফর্ম্যাটেই অভিষেকে সেঞ্চুরি করলেন৷

Bootstrap Image Preview