Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম পর্বের শুরুতে তামিম ইকবালকে পাচ্ছে না ঢাকা প্লাটুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭ AM আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭ AM

bdmorning Image Preview


জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। তামিমকে ছাড়াই বন্দরনগরীতে এসেছে ঢাকা। দলটির ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানান, চট্টগ্রামে প্রথম ম্যাচে হয়তো তামিমকে পাওয়া যাবে না। প্রচণ্ড জ্বর নিয়ে এ বাঁহাতি ওপেনার ভর্তি হয়েছেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে।

 

চট্টগ্রাম পর্বে মাশরাফী বিন মোর্ত্তজার দল ঢাকার প্রথম ম্যাচ আগামী বুধবার। প্রতিপক্ষ সমান পয়েন্ট পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ঢাকা পর্বের শেষ দুই ম্যাচে ৭৪ ও ৩১ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তামিম। ঘরের মাঠ চট্টগ্রামে বিপিএল আসতেই অসুস্থ হয়ে পড়লেন এ ওপেনার। বুধবারের ম্যাচটা খেলতে পারছেন না সেটি অনেকটাই নিশ্চিত।

Bootstrap Image Preview