Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রানের পাহাড় গড়ে রেকর্ড চট্টগ্রামের 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০৯:০৪ PM আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০৯:০৪ PM

bdmorning Image Preview


ঘরের ম্যাচে চট্টগ্রাম যেন বলে ব্যাটে জ্বলে উঠেছেন। কোন দলকেই পাত্তা দিচ্ছে না। একের পর এক রেকর্ড গড়েই চলেছে। গত ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ২২৬ রান করে বিপিএলে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে তাঁরা।

আর আজ কুমিল্লার বিপক্ষে ২৩৮ রান করে বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো তাঁরা।মাত্র দুই রানের জন্য সর্বোচ্চ স্কোরে থাকা রংপুরের ২৩৯ রানের রেকর্ড ভাঙ্গতে পারলো না ইমরুল কায়েসরা।

হাইভোল্টেজ ম্যাচে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিন্ধান্ত নেয় কুমিল্লা। টসে হেরে ব্যাটিং করতে নেমে কুমিল্লার বোলারদের যেন ঘুম হারাম করে দিলেন। একের পর এক চার ছক্কা হাঁকাতে থাকেন তাঁরা। কুমিল্লার বোলারদের নিয়ে রীতিমত ছিনিমিনি খেলতে থাকেন। বল করলেই মাঠের বাহিরে পাঠিয়ে দেন। 

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৮ রান করে থামে চট্টগ্রাম চ্যালেঞ্জার। 

Bootstrap Image Preview