Bootstrap Image Preview
ঢাকা, ০২ বুধবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে শুরু হয়েছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ১২:০০ PM আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ১২:০০ PM

bdmorning Image Preview


ময়মনসিংহে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (০৪ জানুয়ারি) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

পাইপলাইন সমৃদ্ধ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতি বছর আয়োজন করে আসছে স্কুল টুর্নামেন্ট। তারই অংশ হিসেবে ময়মনসিংহে শুরু হয়েছে এই প্রতিযোগিতার। দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। প্রাথমিক পর্যায়ে বাছাইয়ের পর হয় বিভাগীয় পর্যায়ের খেলা। এরপর কেন্দ্রীয় পর্যায়ে হয় চূড়ান্ত লড়াই। 

উদ্ধোধনী দিনে বঙ্গমাতা গোল্ডকাপে ধোবাউড়া উপজেলা দল ২-০ গোলে হালুয়াঘাটা উপজেলা দলকে হারিয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপে ফুলপুর উপজেলা দল ৩-০ গোলে হারিয়েছে মুক্তাগাছা উপজেলা দলকে। টুর্নামেন্টে ১০ উপজেলার ছেলে মেয়ে দুই বিভাগে ২০টি দল অংশ নিচ্ছে। ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের ফাইনাল।
 

Bootstrap Image Preview