Bootstrap Image Preview
ঢাকা, ০২ বুধবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিরপক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চায় বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০১:০৭ PM আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০১:০৭ PM

bdmorning Image Preview


পাকিস্তানের মাটিতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজ আপাতত খেলতে চাইছে না বিসিবি। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়া নিরপক্ষ ভেন্যুতে হোক টেস্ট সিরিজটি। 

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র বলছে, পাকিস্তানে টেস্ট খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। তবে শুধু মাত্র একটি টেস্ট। বিসিবির চাওয়া সিরিজের আরেকটি টেস্ট হোক ঢাকায়। 

যদিও বিসিবির এই প্রস্তাব অবশ্য ফিরিয়ে দিয়েছে পিসিবি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় থাকা টেস্ট দুটি পাকিস্তানেই খেলতে হবে বাংলাদেশকে। তাই এখনো পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। 

পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে পিসিবির এক মুখপাত্র বলেন, `বিষয়টি শুনে অবাক হয়েছি যে বিসিবি চাইছে আমরা সেখানে গিয়ে একটি টেস্ট খেলি। তারা প্রস্তাব দিয়েছিল একটা টেস্ট পাকিস্তানে খেলার।' 

'আরেকটি টেস্ট আমাদেরকে ঢাকায় গিয়ে খেলার অনুরোধ করেছিল বিসিবি। আমাদের এই প্রস্তাব পছন্দ হয়নি। তাদের এখানে এসেই খেলতে হবে। আমরা প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।' 

জানুয়ারির মাঝ পথে পাকিস্তান সফরে জাওয়ার কথা বাংলাদেশের। সেখানে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা তামিম-মুশফিকদের। কিন্তু নিরাপত্তা ইস্যুতে এখনো ঝুলছে এই সফরের ভাগ্য। 

Bootstrap Image Preview