Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দল নির্বাচনে কর্তৃত্ব খাটানো উচিত নয়: সৌরভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ১০:৫৮ AM আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ১০:৫৮ AM

bdmorning Image Preview


ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, দল নির্বাচন করা নির্বাচকদের কাজ। সেখানে বোর্ড সভাপতির কর্তৃত্ব খাটানো উচিত নয়।

অতীতে জাতীয় দল নির্বাচনে বিসিসিআই সভাপতি প্রভাব খাটালেও সৌরভ সে পথে হাঁটাতো দূরে থাক, দল নির্বাচনে মতামত দিতেও রাজি নন।

সাম্প্রতিক সময়ে ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে জাতীয় দলে নেয়া হয় রিশভ প্যান্টকে। কিন্তু ধারাবাহিকতার অভাকে টিম ম্যানেজমেন্ট রিশভের পরিবর্তে ঋদ্ধিমান সাহাকে দলে নেয়া হয়।

রিশভ প্যান্ট প্রসঙ্গে ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন, দল নির্বাচন করা সম্পূর্ণ নির্বাচকদের বিষয়। তবে রিশভ প্যান্ট স্পেশাল ট্যালেন্ট। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুর্দান্ত খেলেছে তিনি। টেস্টেও ওর রেকর্ড অনেক ভালো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকদের উপর ছেড়ে দেয়া উচিত।

Bootstrap Image Preview