Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যাবেন না মুশফিক, তাই বলে এভাবে গালাগালি করবে পাকিস্তানিরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২০, ০৮:৫৭ PM আপডেট: ২০ জানুয়ারী ২০২০, ০৮:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তান সফরে যাবেন না মুশফিকুর রহিম। পারিবারিক কারণে এই সিরিজটা খেলা হবে না। এরপরও এতটা সমালোচনা, এতটা মুন্ডুপাত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি সমর্থকরা মুশফিককে নিয়ে যেভাবে ট্রল করতে শুরু করেছে। দেখলে যে কারো মন খারাপ হতে পারে।

শুধু হাসি-তামাশার মধ্যেই সীমাবদ্ধ নেই সেই ট্রল। রীতিমত গালাগালিও করছেন তারা।

‘পাক প্যাশন’; পাকিস্তানের বেশ জনপ্রিয় একটি ফ্যান পেজ। যেখানে ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয়ে মতামত দিয়ে থাকে দেশটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

কেবল পাকিস্তান নয়, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় নিয়ে তর্ক, যুক্তি খণ্ডনের সুযোগ রয়েছে। আর এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মুশফিকের পিছু নিয়েছে একদল পাক সমর্থক।

সম্প্রতি ‘পাক প্যাশনে’র সম্পাদক সাদিক মুশফিকের দুটি কমেন্ট কোড করে টুইট করেন। তারপরই শুরু আলোচনা।

কমেন্ট বক্সে একের পর এক গালাগালিতে ভরে যায়। পোর্টালের পলিসির খাতিরে অশ্লীল কমেন্টগুলো স্কিপ করা হয়েছে। তারপরও কিছু নমুনা স্ক্রিনশটে তুলে ধরা হলো।

Bootstrap Image Preview