আমি আব্দুল খালেক, দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় বসবাস করছি। আমি আপনাদের কাছে একটি গভীরভাবে মানবিক ও জরুরি অনুরোধ নিয়ে হাজির হয়েছি। আমার আপন ভাগ্নী মুনতাহা তায়েবা — বয়স মাত্র ১৪ বছর। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বরাবরই সে অত্যন্ত মেধাবী — প্রতিবার ক্লাসে ১ম বা ২য় স্থান অর্জন করে আসছে।
কিন্তু এই মেধাবী কিশোরী আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। তার শরীরে ধরা পড়েছে একটি দুর্লভ ও প্রাণঘাতী রক্তজনিত রোগ – অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে সিরাজ খালেদা জেনারেল হাসপাতালের কেবিন ৫১৫-তে, ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিল করিম স্যারের তত্ত্বাবধানে।
তার জীবন বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে রক্ত সঞ্চালন। তবে স্থায়ীভাবে সুস্থ করে তুলতে প্রয়োজন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট – যার খরচ আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। শুধুমাত্র প্রতিদিনের চিকিৎসা খরচই দাঁড়াচ্ছে ২০-২৫ হাজার টাকা। এই ব্যয় বহন করা তার পরিবার — পিতা মোখতার হোসেন ও মাতা জেসমিন আক্তার — এর পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
তাই আমি দেশ-বিদেশের সকল সহৃদয়, মানবিক ও সহানুভূতিশীল মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছি — আসুন, আমরা একসাথে মুনতাহা'র জীবন বাঁচাতে এগিয়ে আসি। আপনার ছোট্ট একটি সহযোগিতা তাকে দিতে পারে নতুন এক জীবন।
সহযোগিতা পাঠানোর মাধ্যমসমূহঃ
বাংলাদেশ (বিকাশ - পার্সোনাল):
০১৯২৯১৯৫২৭২
Bank Asia (Sonargaon Branch)
A/C: 63334000221
Name: MD. MOKTAR
District: Narayanganj, Bangladesh
দক্ষিণ কোরিয়া:
KB Bank (Kookmin)
A/C: 026401-04-289316
Name: KHALEQUE ABDUL
যোগাযোগঃ
বাংলাদেশ: ০১৬৮২৭৮২৪১০ (মুনতাহার পরিবার)
কোরিয়া: 010-4565-6704 (আব্দুল খালেক)